Dear friends,
First of all, let me express my earnest gratitude to you for inviting me to this meeting which has been organized to discuss such a thought-provoking subject as “ISLAM AND THE WEST” at this great Oxford University known and respected all over the world as a premier seat of higher education.
I am especially grateful to Dr. D.G Browning and his colleagues who have afforded me an opportunity to address this distinguished gathering and to meet a number of scholars and students of Islam.
Britain was the first country of the West to come in contact with the Islamic World during the closing decades of the eighteenth century. As a pioneer of western culture, education, science, and technology as well as a representative of western political power, this country spent a considerable period of time in several Muslim lands. particularly in the Indian sub-continent and Egypt. Leaving aside such issues as the moral right and legitimacy of its imperialistic presence in those regions, it was expected of it, even from purely intellectual and psychological viewpoints, to have taken a sincere interest in trying to understand the spirit of the most effective and energetic religion of its colonies, if only because that religion had acted as the greatest source and springhead of revolutionary change during the past centuries over a large portion of the world. It had left a deep and durable mark on human civilization. It can, of course, be said that it was Islam that had saved humanity and its nobler values from destruction and given them a new lease of life. It had given rise to a new force – a new Ummat – which drew its strength from truth and virtue and fought against the forces of darkness and ignorance since it considered to be the very end and goal of its existence.
It had changed the course of history not by marking a total break from the past like certain militant and despotic powers before it, but by showing a new way of life to the world. It was because of its labours that human civilization was not only enabled to proceed ahead on the road to the progress but the task was also made easier by it. Its call in the seventh century A.D. propagated monotheism which such vigour and determination as was never witnessed before, restore human dignity, fostered equality and universal brotherhood through practical examples, gave rights to women, created a deep and living relationship between the man and his Creator by inculcating love and sincere devotion to Him in a way unparalleled in the history of religions.
Social Service with a view to win the good pleasure of God was raised to the level of divine worship by it. This religion also created an eagerness among the masses for the cultivation of knowledge and produced not a few encyclopedic writers whose creations are still regarded as the most valuable treasures of learning. All these achievements of it are undeniable facts supported by reliable historical evidence.
Institutions for the study of Islam, the Quran and the life of the prophet PBUH with adequate financial and other resources should have been set up, as a natural consequence, in every part of the Britain. Encouragement should have been given to an objective study of Islam, free from all prejudices arising out of the Crusades, religious bigotry, and political aims, and ambitions which very often do not allow one to look dispassionately at the intellectual legacy, faith and culture of subjugated peoples. I do not mean to underrate either the importance or utility of the departments of Islamic studies and West Asian Culture in the British Universities, bu what I seek to emphasize is that a deeper study with a greater sincerity, breadth of Vision and largeheartedness was required than mere schooling for the attainment of certain economic and material benefits.
Unfortunately, however, there has been only a one-way traffic between Britain and its colonies, or rather between the East and the West, during the last hundred years or more. The western countries have used education in the East largely as an instrument for producing men who could think and act like them, and serve their imperialistic needs and purposes; they never felt the need of taking or learning anything from the East. Undoubtedly, this attitude can partly be attributed to the political weakness of the East, and resultant feelings of frustratron and inferiority complex. The East had also lost even a semblance of the courage of conviction which had inspired a poor man blessed with prophethood in a far-off Arabian town called Yathrib, now Medina, to send envoys to the Emperors of the most powerful kingdoms of the day ruling over almost the entire civilized world of his time.
He wrote to the Byzantine Emperor Heraclius (A.D. 610-641) and the Iranian monarch Chosroes II (A.D.590-628), inviting them to the faith of monotheism. In his letter to Heraclius, he cited the following verse of the Quran :
0 people of the Scripture; Come to an agreementbetween us and you: that we shall worship none but Allah, and that we shall ascribe no partner unto Him, and that none of us shall take others for lords beside Allah. And, if they turn away, then say: Bear witnessthat we are they who have surrendered (unto Him) [Q, Ill: 64]
It is possible that the day he dictated these letters, he might have gone without a meal or had no oil to light the earthen lamp in his house for this was the way he normally lived throughout his life while the slaves of those to whom he addressed them might have been taken sick on that very day because of overindulgence.
When the followers of this man met the warlords and other dignitaries of these empires and were asked the reason for the visit. they replied :
We have been sent by God to take out His bondmen from the overlordship of fellowmen to His own overlordship, from the narrow confines of this world to its boundlessness and from the expressiveness of other religions to the fairness and justice of Islam. [Ibn Kathir, al-81dayah wan Nihayah (&eirut, 1966), Vol. 1., p. 39.]
Frankly, I am not surprised at the reply they gave for they had really gone forth to emancipate mankind from the bondage of fellow beings in order to make them true servants of God and considered themselves to be the harbingers of human freedom and preachers and upholders of true monotheism. But I do marvel at the other part of the reply given by those half-clad and ill-fed dwellers of the desert. They were claiming to lead the rulers of vast and populous countries from the narrowness of earthly life to the limitlessness of God’s universe. Their reply shows that they were convinced of the fact that all those who were merely after material benefits and thoughtless appeasement of the senses were, in fact, the prisoners of their own desires and man-made conventions, and no better than serfs and slaves. Such persons could be compared to birds with beautiful plumage and a sweet voice that were shut in a golden cage.
Had the young men of the erstwhile British colonies and protectorates coming to the universities of this country for higher education possessed self-confidence and a firm conviction in God, they would have been able to convince at least their friends and class-mates, if not their teachers, of the need to undertake a study of Islam in depth instead of getting overawed themselves by the glitter of European civilization.
I would be guilty of injustice, if I did not mention here some of the Muslim youngmen who received western education which had been introduced also in India and who used English as the medium of expressing their thoughts. A few of them earned the recognition of English-speaking people and some were even praised by the scholars of this country for their contribution to literature and providing food for thought to others. One of these was Rt. Hon. Syed Ameer Ali about whose Spirit of Islam a noted orientalist. Mr. Osborn said that the book was certainly commendable for its author had a masterly command over the English language. Mr.Osborn further remarked that there were few Englishmen who could emulate his inimitable style which was free from the defects common in the writings of Indian writers in English language. He congratulated Indian Muslims for having such a writer among them. [Cited from Dr. Ahmad Amin, Zu•ama ul-lslam ft Asr-il-Hadith]
Another luminary was Dr. Sir Mohammad Iqbal (Cantab) whose depth of thought and poetic genius have been recognised by the top-most intellectuals of the West. Prof. Nicholson of London University rendered Dr. Iqbal’s Asrar-iKhudi (Secrets of the self) and Rumuz-i-Bekhudi (Mysteries of selflessness) into English. In the centenary celebrations held to commemorate the memory of Dr. Iqbal at Lahore
in December, 1977, under the auspices of the Government of Pakistan, it was revealed that the number of books and journals published by that time in different languages about Dr. Iqbal numbered about two thousand and quite a number of these were in English language.
I cannot help looking back to another great fighter for Indian freedom who really brought the freedom movement into active public life. A zealous Muslim as well as a noted writer and speaker, he was a graduate of Oxford University and used to write Oxon with his name. This was Maulana Mohammad Ali of the Khilafat movement’s fame. But these are just a few individuals from among the thousands of
promising youngmen who came to England for higher education from its dominions. They returned to their countries armed with academic degrees from British universities. But as I have said earlier, it was only a one-way-traffic from here which was hardly of any benefit to the East or the West so far as Islam was concerned. It never received the attention it deserved.
England attracted thousands of Muslim youngmen from its vast empire spread all over Asia while France used to have a large number of students from its dependencies in North Africa but no serious attention was ever paid to Islam because these youngmen !acked the self-assurance, religious fervour and missionary zeal which had been the distinguisbing feature of the seventh century illiterate or semi-literate Arabs. This was despite the fact that the difference in the cultural levels of seventh century Arabia and its Byzantine and Iranian neighbours was much greater than that obtaining between the West and India, Egypt or North African countries. Muslim students coming to the West from these countries used to acquaint themselves with the western culture and civilization in their own lands and, at any rate, none of these countries was as backward as the seventh century Arabia.
Both the parties were: equally responsible for this lamentable state of affairs although it is always imperative for every vigorous, developing, and pragmatic society to devote itself to such intellectual endeavors. When physical sciences and
technology took the command of human thought and knowledge in the middle of the nineteenth century, they had a golden opportunity to utilize religion (of which Islam was a living and forceful representative) for pressing the fruits of knowledge and power into right channels for the betterment of humanity. It was the time to inculcate self-restraint, to raise the people above the barriers of countries and
nations, to propagate human dignity and equality of all the peoples and to discourage the highly dangerous and senseless rivalry in the acquisition and display of strength among the different nations of the world which have, by now, been pushed to the edge of the precipice. Had it been done the world leadership would have been willing to-day to lend its ears to the divine call.
And for that Abode of the hereafter, we assign it unto those who seek not exaltation in the earth, nor yet corruption. The sequel is for those who are God-fearing.
The world to-day would have been altogether different if the progress in science and technology had been accompanied by the fear of God and respect for human
values. Then its powerful and unlimited resources would have been guided by loftier aims and ideals, and it would have promoted cooperative endeavour between different nations instead of generating the spirit of contest, collision
and conflict. Then we would have found ourselves living as members of a civilised: and enlightened family instead of being divided into the present power blocks of East and West whose rivalry is threatening the very existence of human civilizatian or rather the human race itself. But the development of ephemeral knowledge, science and technology yoked to unbridled politics and physical gratification has
brought humanity on the verge of self-destruction.
Iqbal had correctly predicted that :-
The insolent thought that
had laid bare the nature’s secrets,
Has put its own hearth in danger
by its lambent flame.
Ladies and Gentlemen; we cannot deny that modern civilization and contemporary intellectual leadership have failed in the sphere of character building and giving to the world conscientious individuals, guided by a living sense of social responsibility. It can •enchain the sunbeams,’ •seek the orbits of the stars’, send •men to the planets’, and put the atomic energy to a great purpose: It can remove poverty and make everyone literate. No one can deny its achievements. But its helplessness is self-evident! where the raising up of good and virtuous individuals, ·of men of faith and moral rectitude is concerned, That is why the work of centuries is being wasted and an overpowering feeling of frustration and non-fulfillment is creeping over the world, What is more, man is losing faith even in science and learning which can set off a powerful I reaction against knowledge and civilization and mark the beginning of a revolt against the traditional values and accepted norms of society. Misguided men have perverted even the sound and harmless means and implements and t11rned them into tools of corruption and destruction. A strong boat cannot be made with rotten boards. It is a fallacy to believe that the boards may be weak and decayed, piece by piece, but when they are put together, they become good and strong. Thieves may be thieves individually, but if they form a group, they get transformed into watchmen and begin to act as responsible citizens. The individuals whom modern intellectual leadership is producing ·are devoid of faith and earnestness. They are ignorant of the true station and dignity of mankind. ·It is only the logic of strength and the doctrine of pleasure that they understand. Or they swear by nationalism. Whether such men·are the leaders of a capitalist or socialist system, they cannot set up a healthy and God-fearing society, nor an environment of peace and well-being. They can never be trusted with the destiny of mankind.
We are passing through a critical time when the fate of not one country but of the entire humanity is at stake; it is facing the danger of total destruction. Efforts of a few moderate and discreet reformers and educationists, howsoever well-meaning, will be of no avail. I do not mean to deny their utility in normal conditions, but at a time so crucial as to-day, when humanity is standing at the crossroad of life and death, largehearted;l men posse~sing moral courage, boldness of spirit and the zeal of martyrs are needed for – these are the type of men who have saved humanity from death and destruction at such times.
Friends; excuse me, if I say that the West which had produced in the past such giants in the field of social and physical sciences as well as in politics. who changed the map of the world. whose brilliance was acknowledged and whose discoveries were utilized wi1h advantage by all, is now passing through a phase of intellectual stagnation. The West now needs a new and revolutionary leadership possessing prophetic courage in order to alter redic3IIY the end and purpose of science and technology from destructi0n to re-construction, to infuse a sense of equanimity and self- control and to bring about a readjustment between the rival political camps for saving human society from impending decay and death. West has been lacking in such leadership for a long time. Iqbal had foreseen this danger about three-quarters of a century ago and drawn attention to it in these lines, in which he describes the western civilization as :
Without a Kaleem whose splendour is
Without a Khalil whose fire;
Reckless intellect is the enemy of love’s fortune. Its atmosphere is devoid of heat of
impatient sigh;
And its patrons. without the stumble of an
intoxicated soul.
What Iqbal wants to convey in these couplets is that the West abounds in the signs of God as well as the sensibleness to acquire God’s cognition through them, but the tragedy is that man who can summon the people to God like Moses and show them the path of virtue and goodness with the help of revelatory guidance is non-existent. Iqbal says that in this welter of materialism many are to be seen with the arrogant claim:
‘I give life and cause death’
[Q. 2 : 258. This was the claim made by Namrud, the King of Ur in the time of Abraham.]
but no Abraham to disclaim them and proclaim:
‘My Lord is He who gives life and causes death?
[Q.2:258.]
and face the consequences with courage and determination. The West’s atmosphere seems to be charged with the hectic bustle of machines and economic endeavor but really it is frigid because there is no warmth of feeling and fervidness of heart. Its intellect annihilates love and worthiness of soul. It is so mindful of loss and gain that even the risks taken are always well- calculated and pre-meditated. Daring and instantaneous impulses have led the sages and savants of the old to take revolutionary steps for arousing the slumbering humanity.
Such impulsive decisions make even the intellectuals to revise their thought and stand, for it is only through such decisions that the world takes a revolutionary turn.
A revolutionary leadership is now required to save human civilization, especially in the West (of which Britain . forms a part and also has a glorious history). Such leader- ship needs to be realistic, noble-minded, courageous and self-denying for being successful in instilling a new life into the dying frame of modern civilization and even humanity. The educational and intellectual centres, literatures and writers of this country can play a leading role in this noble endeavour and I hope thnt the proposed Islamic Centre which is being set up by you here at the most appropriate time, will prove to be the first step in that direction. This is the hope and desire that has brought me here despite ill-
health and heavy engagements.
I, once again, thank you all for the honour, and pray to
the Almighty that your endeavours may succeed and prosper and fulfil the expectations of the Centre’s well-wishers.
This paper was read in the seminar held at the Oxford University on 22nd July, 1983, to discuss ”Islam and the West.’ The seminar, presided over by Dr. D. G. Browning, of St. Cross College. Oxford. was attended by a considerable number of professors. scholars and students of Islamic. besides several scholars from Pakistan and certain Arab countries. who had been invited to express their views on the subject. As the seminar was convened to consider the establishment of an Islamic Centre at Oxford, this paper seeks to bring out the need and importance of such an institution in that educational centre of U. K.
Dr. Browning asked the Maulana, before the paper was read, to speak in Arabic for the benefit of Arab scholars and diplomats occupying the front seats. Addressing the gathering in Arabic, the Maulana said, “It is a pleasure for me to address this august gathering in Arabic which is the literary as well as the international Language of Islam. It is the language through which the intellectual heritage of the classical world reached this country via Spain. It consisted of Philosophy, Logic, Mathematics, and Medicine. The greatest gift of the Arab world and Spain to the. West was Inductive Logic which replaced Deductive Logic and altogether changed its way of thought. It won over the West to the methods of inquiry and experimentation and gave birth to science and technology preparing its way to progress.
“There was a time when the colonial rulers and scholars of the West who came to our eastern and Muslim countries used to address us in English. Today I am obliged to speak here in Arabic. This is the way the world changes. Such are the haps that We change about among mankind.” (3.·140)
M. RABEY NADWI
Secretary, Academy of islamic Research & Publications
------ ------
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
------ ------
আমরা অবশ্যই অবগত আছি যে, বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, রিজিকদাতা মহান আল্লাহর সামনে নামাজের মাধ্যমে নিজের দুর্বলতা,অক্ষমতা এবং অস্তিত্বহীনতা ভয় ও বিনয়ের সাথে স্বীকার করা হয়। আর নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার তিনটি পদ্ধতি পবিত্র কুরআন শরীফের সূরায়ে আল ইমরান-১৯১নং আয়াতে বলা হয়েছে। প্রথমে- দাঁড়িয়ে। যদি দাঁড়াতে অক্ষম হয়, তাহলে বসে (মাটিতে)। যদি বসতে অক্ষম হয়, সেক্ষেত্রে শুয়ে কাত হয়ে নামাজ আদায় করবে। তাছাড়া বুখারী শরীফের হাদীস হযরত ইমরান ইবনে হোসাইন (রা.) সূত্রে বর্ণিত- তিনি বলেন, আমার অর্শ্ব রোগ হয়েছিল, তাই নবী করীম (সা.) এর খেদমতে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। নবী করীম (সা.) বললেন, দাঁড়িয়ে নামাজ আদায় কর। স্বামর্থ না হলে বসে নামাজ আদায় কর। যদি তাতেও স্বামর্থ না হয়, তবে কাত হয়ে শুয়ে আদায় কর।
বাস্তবতা হচ্ছে, হুজুর (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, চার মাযহাবের চার ইমাম, ইমাম বুখারী রহ., ইমাম মুসলিম রহ.সহ পরবর্তী যুগে প্রায় ১৪শত বছর পর্যন্ত চেয়ারে নামাজ আদায়ের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ রাসূল (সা.) থেকে পরবর্তীদের সব যুগেই চেয়ারের অস্তিত্ব ছিল এবং সেই যুগেও মাজুর লোক ছিল। হুজুর (সা.) থেকে পরবর্তী যুগের লোকেরা আমাদের যুগের থেকে কুরআন ও হাদীসে অধিক অভিজ্ঞ ছিলেন। সেই যুগের কোন আলেম চেয়ারে বসে নামাজ আদায় করেছেন এমন নজীর দেখা যায় না। আল্লাহ পাক আমাদের দ্বীনি বিষয়ে সঠিক বুঝ দান করুন।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, দুই রকমের লোক চেয়ারে বসে নামাজ আদায় করছেন, এক. সত্যিকারেই মাজুর। হুইল চেয়ার ব্যতিত চলাফেরা করতে পারেন না এবং মাটিতে বসতে পারেন না। বেশিরভাগ সময় হুইল চেয়ারে বসেই কাটাতে হচ্ছে। এমন অপারগ মাজুরদের ব্যাপারে আর কোন বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান যুগের ওলামায়ে কেরাম হুইল চেয়ারে বসে মাথার ইশারায় নামাজ আদায়ের সাময়িক অনুমতি আছে বলে মত প্রকাশ করেছেন।
কিন্তু এই সুযোগে কুরআন হাদীস ও বিগত ১৪শত বছরের আমল ও ফতোয়া উপেক্ষা করে অজ্ঞাত ও ধর্মীয় জ্ঞানহীন কিছু ডাক্তার কোমর ও হাটুব্যথা এমন রোগীদেরকে চেয়ারে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া আরম্ভ করেন। ফলে সুস্থ মানুষ সারাদিন অফিস, চাকরী, ব্যবসা, ক্ষেত-খামারে, হাটে-বাজারে হাঁটা চলা ও কাজ করছে; কিন্তু যখনই মসজিদে আসছে, তখন সে ঐ ডাক্তারের সূত্র ধরে চেয়ারে বসে আল্লাহর সামনে বিনয়ের পরিবর্তে অহংকারের ভাব ধরে নামাজ আদায় করছেন। যা সকল যুগের ওলামায়ে কেরামের মতে নামাজ আদায় হয় না। কারণ দাঁড়ানো একটি ভিন্ন ফরজ। এছাড়া রুকু, সিজদা, দুই জানু হয়ে বসা এই ফরজগুলো লঙ্ঘন করার কারণে নামাজ আদায় হয় না। তাই মানবসেবায় অনন্য আমার ডাক্তার ভাইদের প্রতি বিশেষ অনুরোধÑ চিকিৎসা করাই আপনার দায়িত্ব। শরীয়তবিরোধী পরামর্শ দিয়ে নামাজ নষ্ট করে গুনাহগার হওয়ার কাজটি না করলে ভাল হয়। সেজন্য দেশের সকল অঞ্চলেই ওলামায়ে কেরাম রয়েছেন। তারাই মূলত মাস্আলা সঠিক বলতে পারেন। আর বলার দায়িত্ব তাদেরই।
হুইল চেয়ারে নামাজ আদায়ের নিয়ম :
মুয়াত্তা মালেক কিতাবে ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, কেউ সেজদা করতে স্বামর্থ না হলে শুধু মাথায় ইশারা করবে। তাই রুকু ও সিজদা করতে অক্ষম ব্যক্তি রুকু-সেজদার সময় সামান্য ঝুকবেন। তবে সেজদার সময় রুকু থেকে একটু বেশী ঝুকবেন। এক্ষেত্রে হাত ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক থাকবে। উল্লেখ্য যে, ইশারায় নামাজ আদায়ের সময় মাথার সাথে হাত বাড়িয়ে দেওয়া এটা শরীয়ত পরিপন্থী কাজ।
কোমর, হাটুব্যাথা এমন লোকদের জন্য মসজিদে চেয়ার রাখার কোন প্রয়োজন নেই। কারণ যিনি প্রকৃত মাজুর তিনি হুইল চেয়ারে করে মসজিদে আসবেন এবং নিজ চেয়ারে বসে নামাজ আদায় করবেন। মসজিদে চেয়ারের আধিক্য বিজাতিদের উপাসনালয়ের সাদৃশ্য, যা আমাদেরকে নবী করীম (সা.) নিষেধ করেছেন। তাই দয়া করে সকল মসজিদ থেকে চেয়ার বের করে দিন এবং মসজিদকে বিনয় এবং কান্না-কাটির মাধ্যমে আল্লাহর রহমতের বাগান তৈরি করুন। নিজের কষ্টের নামাজ এবং অন্যের কষ্টের নামায হেফাজত করুন। মহান আল্লাহ আমাকে আপনাদের সকলকে কোরআন ও হাদীসের সঠিক জ্ঞান দান করুন।
------ ------
হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (র.)
ইন্তেকাল করলেন। তাঁর জানাযার
জন্য পঙ্গপালের মতো ছুটে এলো
বহু.মানুষ। বিশাল মাঠে জানাযার
আয়োজন করা হলো। জনসমুদ্রে পরিণত
হলো মাঠ। জানাযার সময় হলে
একজন ঘোষক ঘোষণা করলেন, হযরত
বখতিয়ার কাকী (র.)
ইন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত
করে গেছেন, যার মাঝে চারটি গুন
থাকবে তিনি যেন বখতিয়ার
কাকী (র.) এর জানাযা পড়ান। গুন
চারটি হলো:
১. যার জীবনে কোনদিন তাকবীরে
উলা ছোটেনি।
২. যার কোনদিন তাহাজ্জুদ কাযা
হয়নি।
৩. যে কোনদিন গায়রে মাহরামের
দিকে বদনজরে তাকাননি।
৪. এমন ইবাদতগুযার, যার কোনদিন
আসরের সুন্নতও ছোটেনি।
একথা শোনার পর পুরো মাঠে
নিরবতা ছেয়ে গেলো। সবাই
নিস্তব্ধ।
কে আছেন এমন?
এভাবেই কেটে গেলো বেশ
কিছুক্ষণ। এরপর ভীড় ঠেলে কাঁদতে
কাঁদতে বেরিয়ে এলেন একজন। সবার
দৃষ্টি তাঁর দিকে। ধীরে ধীরে
জানাযার দিকে এগিয়ে এলেন।
লাশের মুখ থেকে চাদর সরিয়ে
বললেন, কুতুবুদ্দীন! তুমি নিজে তো
চলে গেলে কিন্তু আমাকে অপদস্ত করে
গেলে। তারপর তিনি জনসম্মুখে
আল্লাহ তা‘য়ালাকে সাক্ষী রেখে
কসম খেয়ে বললেন, আমার মাঝে এই
চারটি গুণ আছে।
জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেলো।
আরে !! ইনি কে??
তিনি আর কেউ নয়। তিনি হলেন
তৎকালীন বাদশাহ শামসুদ্দীন আল
তামাশ (র.)।
সুবহানাল্লাহ! একজন বাদশাহ যদি
নিজের সকল ব্যস্ততা সত্বেও এমন
আবেদের জীবন যাপন করতে পারেন।
তাহলে আমরা যারা বিভিন্ন
চাকরি বা ব্যবসা কিংবা অন্য
কোন পেশায় নিয়োজিত,
আমরা কি পারি না? এভাবে
নিজেকে ইবাদতে ব্যস্ত রাখতে!
হে আল্লাহ! আমাদের সবাইকে বেশী
বেশী ইবাদত করার তাওফীক দান
করুন।
__________________ আমিন।
------ ------
মা-বোনদের নামে আলী মিয়া নদভীর খোলা চিঠি
আমি একজন জীবনী লেখক হিসাবে বলছি, এটা আত্মপ্রশংসা নয়, বরং আমার কথার ওজন বৃদ্ধি করার জন্য বলছি, আল্লাহ পাকের তাওফিক ও অশেষ মেহেরবানীতে আমার লেখালেখির অন্যতম বিষয়বস্তু হচ্ছে, জীবনী লেখা।
আমার সৌভাগ্য, আমি বুযুর্গানে দীনের জীবনী অনেক পড়েছি। আরবিতেও, ফারসিতেও এবং উর্দূতেও। এ সব বুযুর্গানে দীন, আল্লাহর দরবারে যাদের মাকবূলিয়্যাত ও গ্রহণযোগ্যতার ব্যাপারে সকলে একমত। যাদের এ উম্মতের হীরা ও মণি-মুক্তা বললেও তাদের অসম্মান হবে। বলা যায় তারা উম্মতের গর্ব। এরা উম্মত ও দীনের সত্যতার দলীল ও প্রমাণ।
এই ভারত উপমহাদেশে সাইয়িদ আবদুল কাদির জিলানী রহ. এর নাম নিলে খাযা নেযামুদ্দীন আউলিয়া রহ. এর নাম এমনিতেই এসে যায়। আমি কেবল তাদের দুজনের নামের উপরই যথেষ্ট করছি।
এই দুই বুযুর্গের জীবনী আমি পড়েছি।
আমার সম্পর্ক যেহেতু নদওয়াতুল উলামা লখনৌ এবং এর কুতুবখানার সাথে যেখানে তাদের জানার নির্ভরযোগ্য অনেক গ্রন্থ রয়েছে সেহেতু তাদের সম্পর্কে আমার পড়া-শুনার সুযোগ হয়েছে, যা বড় বড় ফুযালাদেরও সুযোগ হয় না।
সেই দুই বুযুর্গের ব্যাপারে বলতে পারি, তাদের জীবন গড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের মমতাময়ী মা-দের তরবিয়ত।
তখনকার সময়ে বাগদাদ সারা ইসলামী বিশ্বের শুধু খেলাফতের মারকাযই ছিলো না, বরং সেখানে ছিলো বড় বড় দারুল উলূম ও দারুল ইলম। ছিলো রূহানিয়্যাতের মারকাযও।
ছোটদের মুরশিদ ও মুরব্বী সেখানে পাওয়া যেতো। সেখানে এমন শিক্ষাব্যাবস্থা ছিলো, যা অন্য কোথাও ছিলো না। সেখানে ছিলো খেলাফতের প্রতিচ্ছবি ।
এই ঘটনা ইতিহাসগ্রন্থে লেখা আছে, সাইয়িদুনা হযরত আবদুল কাদির জিলানী রহ. বাগদাদের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে তার মা তাকে বললেন, বেটা! লক্ষ্য করো, আমি তোমাকে একটি নসীহত করছি, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না।
যখন কাফেলা চলতে লাগলো, রাস্তায় সে কাফেলার উপর ডাকাতদলের আক্রমণ হলো। ডাকাতেরা কাফেলার প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করছিলো, তোমার কাছে কী আছে? তোমার কাছে কী আছে?
প্রত্যেকেই বলছিলো, আমার কাছে কিছুই নেই। আমার পকেট একদম শূন্য। অতঃপর তারা খুঁজে স্বর্ণ-মুদ্রা পেয়ে তা তারা ছিনিয়ে নিচ্ছিলো। সাথে বোনাস হিসাবে শাস্তি ও অপমান তো ছিলই।
পর্যায়ক্রমে যখন কয়েকজন লোক হযরত আবদুল কাদির জিলানী রহ. এর কাছে এসে জিজ্ঞেস করলো-
তোমার কাছে কিছু আছে?
তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে কিছু আশরাফী আছে, যা আমার মা আমাকে দিয়েছেন।
ইতিহাসগ্রন্থে লেখা আছে, শুধু এই একটি বাক্যেই তাদের সকলের জীবনের মোড় পরিবর্তন হয়ে গেলো। তারা বলতে লাগলো, আশ্চর্য বালক তো! সবাই যেখানে মিথ্যা বলছে, সে সেখানে সত্য বলছে।
সে ইচ্ছা করলে তাদের মতো বলতে পারতো, আমার কাছে কিছুই নেই। তার পোশাক-আশাক ও চেহারা-সূরতে মনে হচ্ছে না, সে বড় ঘরের কোনো ছেলে। কিন্তু সে তা না করে সাফসাফ বলে দিলো, আমার কাছে এত মুদ্রা আছে।
কেবল দলীল প্রমাণাদীর মাধ্যমে নয়। কথাবার্তা ও কাজকর্মের মাধ্যমেও তাদের শিখাতে হবে আল্লাহর একাত্ববাদের কথা। শৈশবে তাদের সামনে হযরত ইবরাহীম খলীলুল্লাহ আ. এর ঘটনা বর্ণনা করতে হবে।
এই ঘটনায় প্রভাবিত হয়ে তারা তাকে মুদ্রাও ফেরত দিলো। খারাপ পথও ছেড়ে দিলো এবং সবার ঈমানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো।
এটি একটি ঐতিহাসিক ঘটনা। আপনি প্রায় সকল বুযুর্গের জীবনীতেই দেখবেন, তাদের বড় হওয়ার পেছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিলো তাদের মা-দের কিংবা তাদের বড় বোনদের অথবা ঘরের অন্য কারোর।
রাসূলুল্লাহ সা. এর প্রতি অগাধ ভালোবাসা, অত্যন্ত আদব ও সম্মানের সাথে তার নাম নেয়া, তার নামে জীবন উৎসর্গ করার স্পৃহা ইত্যাদি এসবই ঘরোয়া পরিবেশ থেকে বাচ্চারা শিক্ষা পায়।
কারো মন না ভাঙ্গা, বেইনসাফী ও অন্যায় না করা, বুযুর্গ ও বড়দের সাথে বেয়াদবী না করা এবং শরীআত বিরোধী কোনো কাজ না করা এসব গুণাবলী দর্শন শাস্ত্র পড়ার দ্বারা সৃষ্টি হয় না। বরং ঘরের পরিবেশ থেকেই সৃষ্টি হয়। মা-বাবার কথাবার্তা শুনে বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয়।
শিক্ষা দীক্ষার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ববহ হচ্ছে, তাদের অন্তরে যেন র্শিক ও গায়রুল্লার প্রতি নফরত ও ঘৃণাবোধ সৃষ্টি হয়। কোনো অবস্থাতেই যেন গায়রুল্লার প্রতি আস্থা নির্ভরতা সৃষ্টি না হয়। গায়রুল্লাহকে যেন ক্ষমতাধর ও লাভ লোকসানের নিয়ন্ত্রক মনে না করে।
কেবল দলীল প্রমাণাদীর মাধ্যমে নয়। কথাবার্তা ও কাজকর্মের মাধ্যমেও তাদের শিখাতে হবে আল্লাহর একাত্ববাদের কথা। শৈশবে তাদের সামনে হযরত ইবরাহীম খলীলুল্লাহ আ. এর ঘটনা বর্ণনা করতে হবে।
তাদের বলতে হবে তিনি সর্ব ধরনের র্শিক প্রত্যাখ্যান করে নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তার জন্য সে আগুনকে রহমত বানিয়ে দিয়েছেন।
তার ঘটনা এমনভাবে শুনাবে, যেন বাচ্চার অন্তরে তা অংকিত হয়ে যায় এবং শিরকের প্রতি তাদের নফরত ও ঘৃণাবোধ সৃষ্টি হয়।
এছাড়াও চেষ্টা করতে হবে, যেন তাদের অন্তরে বিদআতের প্রতি ঘৃণা, ইসরাফ ও অপব্যয়ের প্রতি ঘৃনা ও মন ভাঙ্গার প্রতি ঘৃণা সৃষ্টি হয়।
আমি পরিস্কার বলছি, বর্তমান যামানায় যে খুন খারাপি হচ্ছে, এর প্রধান কারণ তাদের সে তালীম দেয়া হয়নি। তাকে দেয়া হয়নি ঈমানী ও নৈতিক তরবিয়ত। কোলের বাচ্চার জেহেনে যা বদ্ধমূল হয় যৌবনেও তাই বদ্ধমূল থাকে।
শৈশবে যদি তাদের অন্তরে পবিত্র জিনিস রাখা যায় তাহলে তাদের মধ্যে খুন খারাপি ও যুলুম অত্যাচারের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি হবে।
আমার শৈশবে যে দুটি জিনিসের প্রতি সবচেয়ে বেশি লক্ষ্য রাখা হয়েছে, তা হচ্ছে- ১. কোনো হারাম লুকমা যেন আমার পেটে না যায়। ২. আমার দ্বারা যেন এমন কোনো কাজ বা কথা প্রকাশ না পায়, যার দ্বারা কারো অন্তরে ব্যথা লাগে।
আলহামদু লিল্লাহ আমি এখনো এর স্বাদ অনুভব করি। আজ আমাদের সমাজে ভদ্রতা ও মানবতা বিবর্জিত যে দৃশ্যপট প্রত্যক্ষ করা যাচ্ছে, এর সবই ঘরোয়া শিক্ষা দীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে।
আজ আমরা আমাদের বাচ্চাদের শিক্ষা দীক্ষাকে স্কুল কলেজ ও ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা মনে করি, বাচ্চারা যা শেখার স্কুল কলেজে শিখবে।
হাতেগুনা কিছু পরিবার পাওয়া যাবে, যাদের ঘরে শৈশবকাল থেকেই বাচ্চাদের আকিদা শেখানো হয়, আল্লাহর প্রতি ভয়, রাসূলুল্লাহ সা. এর প্রতি ভালোবাসা, মানুষের সম্মান, মিথ্যা ও ধোঁকা বর্জনের শিক্ষা দেয়া হয়।
আজ আমরা আমাদের বাচ্চাদের শিক্ষা দীক্ষাকে স্কুল কলেজ ও ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা মনে করি, বাচ্চারা যা শেখার স্কুল কলেজে শিখবে।
সব ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলাকে সবকিছুর কর্তা মনে করা, মানুষ যে ধর্মেরই হোক তাকে সাহায্য করা ইত্যাদি গুণ, যা আজ আমাদের সমাজ থেকে বিলুপ্ত প্রায় এর সব-ই ঘরোয়া তরবিয়ত থেকে হয়।
এ যামানায় এমন ঘটনা বিশ্বাস করা খুবই কঠিন, কোনো বাচ্চা নিজের ক্ষুধা ও চাহিদা থাকা সত্ত্বেও অন্যকে খাবার দিয়ে দিয়েছে। এমন ইসার ও প্রাধান্য দান তো খানকা ও তাবলীগ জামাতে হবে। এটাই সমকালীন লোকদের ধারণা।
মা বোনদেরদের জেনে রাখা অনিবার্য যে, তারা একটি নতুন প্রজন্মকে তরবিয়ত দিচ্ছে, এজন্য তাদের মধ্যে যথাযথ আকিদা বিশ্বাস তৈরি করা, সুঅভ্যাসে গড়ে তোলা, তাদের সুমেজাজ তৈরি করা মা-বোনদের নৈতিক দায়িত্ব। একজন আদর্শ মা তার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলে একটি আদর্শ সমাজ উপহার দিতে পারে। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
::
লেখক: শিক্ষাসচিব, জামি‘আ ইসলামিয়া ঢাকা
১৬, উত্তর কুতুবখালী, যাত্রাবাড়ী, ঢাকা
------ ------
© COPYRIGHT 2021 - Hasbi Academy - We Love Our Students