২০১৩-১৪ সালে আমরা ইসলামিক দাওয়াহ এন্ড এডুকেশন একাডেমী (IDEA) শুরু করেছিলাম। উদ্দেশ্য ছিলো, বিশ্বময় জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। বিশেষ করে ইসলামকে সর্ব-সাধারণের উপযোগী হিসেবে উপস্থাপন করা। বিভিন্ন শাস্ত্রীয় অধ্যয়নকে সহজ ও সাবলীলভাবে তুলে ধরা। ইন্টারনেটের কল্যাণে বিষয়গুলোকে আরও সহজলভ্য করা। সেই উদ্যোগকে আমরা দীর্ঘ দিন লালন করেছি। বড় করার চেষ্টা করেছি।
সময়ের পরিক্রমায় যুগের দাবী অনুযায়ী কিছু বিষয়ের সংযোজন হয়েছে। ফলে ২০২০ সালে IDEA নাম পরিবর্তন করে 'হাসবি' নামে আত্মপ্রকাশ করেছে। আরবী 'হাসবী' শব্দটি 'হাসবিয়াল্লাহ' শব্দের সংক্ষিপ্ত রুপ। অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট।
বর্তমান বিশ্বের বস্তুবাদী শিক্ষা-ব্যবস্থা আমাদেরকে প্রতিনিয়ত বস্তুমুখী করে তুলছে। পুরো শিক্ষা-জীবনই কেটে যাচ্ছে বস্তুবাদের জয়গান গেয়ে। জীবনের সফলতা-ব্যর্থতা পরিমাপ করা হচ্ছে বস্তুবাদী অর্জন ও ব্যর্থতা দিয়ে।
জীবনের সমস্ত আনন্দ-আহ্লাদ এখন ভোগবাদ ও বস্তুকেন্দ্রিক। বস্তুবাদের এই স্রোতে মানব জাতি তাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। ভোগবাদ আর বস্তুবাদই কি আমাদের জীবনের একমাত্র আরাধ্য নাকি আমরা এর থেকেও মূল্যবান?
আমাদের সমস্ত চিন্তা-চেতনা এবং পুরো শিক্ষা-ব্যবস্থা যেহেতু বস্তুমূখী, এর বিপরীতে 'আল্লাহমুখী' একটি বিকল্প উদ্যোগ প্রয়োজন। যেখানে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জ্ঞান-বিজ্ঞান শেখানো হবে প্রয়োজন ও মাধ্যম হিসেবে। জীবন ও মানুষের একান্ত উদ্দেশ্য হিসেবে নয়। আমরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবো আমাদের প্রয়োজনে, জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের এক ও অদ্বিতীয় স্রষ্টা মহান আল্লাহর পরিচয় জেনে তার সাথে আত্মিক সম্পর্ক তৈরি। তার সন্তুষ্টি। তার ইবাদত ও আরাধনায় নিজের মাথা নত করা।
বস্তুবাদী শিক্ষাকে প্রয়োজনের স্তরে রেখে আসমানী শিক্ষাকে মূল উদ্দেশ্য বানাবার মহান ব্রত নিয়ে হাসবী একাডেমীর পথচলা।
আমরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান শেখাকে অপ্রয়োজনীয় ও গৌণ মনে করি না, তবে এটাই আমাদের চূড়ান্ত ও জীবনের একমাত্র আরাধ্য নয়। বরং আমাদের জন্ম-মৃত্যু আল্লাহর জন্য। তিনিই আমাদের জীবনের মূল। বস্তুপূজার বিপরীতে 'হাসবিয়াল্লাহ' এর শ্লোগানকে সামনে নিয়ে আমরা আসমানী শিক্ষাকে প্রাধান্য দিয়ে পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান-বিজ্ঞান শেখানোর একটি প্রয়াস নিয়েছি।
প্রাথমিক পর্যায়ে অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু হলেও আল্লাহর তৌফিক হলে ইনশা আল্লাহ অফলাইনে পুরোপুরি একাডেমী করার পরিকল্পনা রয়েছে। আল্লাহ তায়ালা আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখেন। পথচলাকে সহজ করুন। তার রহমতের চাদরে আবৃত রাখুন। আমীন।
© COPYRIGHT 2021 - Hasbi Academy - We Love Our Students